বাড়ছে ডায়রিয়ার রোগী, ঘণ্টায় ৩০ রোগী হাসপাতালে

ভোক্তাকন্ঠ ডেস্ক:

গরমের মধ্যে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। প্রতি ঘণ্টায় ৩০ জনেরও বেশি রোগী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) মহাখালী হাসপাতালে ভর্তি হচ্ছে। গত সাত দিনে ভর্তি হয়েছে আট হাজার ৫২ জন। রোগীর চাপ থাকায় মূল হাসপাতাল ভবনে স্থান সংকুলান হচ্ছে না।

গতকাল দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের সামনে ভর্তির জন্য অপেক্ষারত রোগী ও স্বজনদের ব্যাপক ভিড় দেখা যায়। বেশির ভাগ রোগীই গুরুতর অসুস্থ। হাসপাতালের মূল ভবন বা অস্থায়ী তাঁবুতে কোনো শয্যা খালি নেই।

চিকিৎসকরা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এবার ডায়রিয়ার প্রকোপ আগেভাগে শুরু হয়েছে। আবার এবার রোগীর সংখ্যাও অনেক বেশি।

আইসিডিডিআরবি সূত্রে জানা যায়, প্রতিবছর দুবার দেশে ডায়রিয়ার প্রকোপ দেখা যায়। এ সময় রোগীর চাপ থাকে। প্রথমবার বর্ষা শুরুর আগে এপ্রিলের শুরুতে, দ্বিতীয়বার শীত মৌসুম শুরু আগে অক্টোবর থেকে নভেম্বরের শেষ পর্যন্ত ডায়রিয়ার প্রকোপ দেখা যায়। এবার অনেকটা আগেই ব্যাপক হারে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে।

রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, ডায়রিয়া শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে আক্রান্তরা। হাঁটাচলার শক্তি প্রায় হারিয়ে ফেলে।