বিদ্যুতের পর এবার বাড়লো পানির দাম, ভোগান্তিতে জনসাধারন

অনলাইন ডেস্ক: ঢাকা ওয়াসার পানির দাম বাড়িয়েছে সরকার। নতুন দাম বর্তমানের চেয়ে অনেকটা বাড়বে। এর ফলে বিপাকে পড়বে নিম্ন আয়ের নগরবাসীরা। এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এ বিষয়ে জারি করা সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা ওয়াসার সরবরাহকৃত একহাজার লিটার পানির ওয়াটার ট্যারিফ বা অভিকর আবাসিক পর্যায়ে ১১.৫৭ টাকার স্থলে বাড়িয়ে ১৪.৪৬ টাকা নির্ধারণ এবং বাণিজ্যিক পর্যায়ে এই ট্যারিফ ৩৭.০৪ টাকার স্থলে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এতে করে আবাসিকে প্রতি হাজার লিটার পানির দাম বাড়ছে ২ টাকা ৮৯ পয়সা এবং বাণিজ্যিক ও শিল্পে পানির দাম বাড়ছে ২ টাকা ৯৬ পয়সা। বর্তমানে ওয়াসার বাৎসরিক পানির গড় বিল করা হচ্ছে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা, সেটা বেড়ে দাঁড়াবে প্রায় ৩ হাজার কোটি টাকা।’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘ঢাকা ওয়াসা নিজস্ব আয় দিয়ে সংস্থার পরিচালন ব্যয় ও উন্নয়ন প্রকল্পের ঋণ পরিশোধে হিমশিম খাচ্ছে। সে কারণে পানির দাম বাড়ানোর প্রস্তাব করেছে। সবদিক বিবেচনা করে আমরা ঢাকা ওয়াসার পানির দাম বৃদ্ধি করব- এমন একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু সেটা কত হবে, সেটা আমরা পরে জানাবো।’