ভাড়ার তালিকা না থাকায় সোহাগ ও শ্যামলীকে জরিমানা

ভোক্তাকন্ঠ ডেস্ক: ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সোহাগ পরিবহন ও শ্যামলী এন আর ট্রাভেলসের চট্টগ্রামের দামপাড়া কাউন্টারকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব বাস কাউন্টারকে ভাড়ার তালিকা প্রদর্শন ও সরকার নির্ধারিত মূল্যে যাত্রী পরিবহনের জন্য নির্দেশ দেওয়া হয়।

মঙ্গলবার (১৯ এপ্রিল) চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে এই অভিযান পরিচলনা করা হয়।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে অগ্রিম টিকেট বিক্রি করা হচ্ছে কাউন্টারগুলোতে। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করার জন্য সোহাগ পরিবহন ও শ্যামলী এন আর ট্রাভেলসের দামপাড়া কাউন্টারকে ৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।