ভোক্তা অধিদপ্তরের বাজার অভিযান, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক: রাজধানীর উত্তরা, আজিমপুর ও কারওয়ান বাজার এলাকায় বিশেষ বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা -অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

আজ রাজধানীর বেশকয়টি এলাকায় বাজার অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা -অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে একাধিক প্রতিষ্ঠানকে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন এবং উৎপাদিত পণ্যে মেয়াদ উত্তীর্ণের তারিখ ও উৎপাদনের তারিখ না থাকায় জাতীয় ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ধারা নং ৩৭ ও ৩৮ অনুযায়ী অর্থদন্ড জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ারের তত্ত্বাবধানে সহকারী পরিচালক জনাব রোজিনা সুলতানা, জনাব মোঃ মাগফুর রহমান ও জনাব মাহমুদা আক্তার এর পরিচালনায় অভিযানগুলো পরিচালিত হয়।

অভিযান শেষে ভোক্তা -অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের সাথে আলোচনা ও লিফলেট বিতরণ করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে অধিদপ্তর থেকে জানানো হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন তেজগাঁও থানা ও উত্তরা পশ্চিম থানা পুলিশের সদস্যবৃন্দ।