মেয়াদোত্তীর্ণ-লাইসেন্সবিহীন ২ ট্রাভেল এজেন্সিকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক:

সিলেটে মেয়াদোত্তীর্ণ ও লাইসেন্সবিহীন অবস্থায় কার্যক্রম পরিচালনা করার দায়ে দুটি ট্রাভেল এজেন্সিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি বলেন, সিলেট জেলায় অবৈধ ট্রাভেল এজেন্সির দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। রোববার বিকেলে নগরের বন্দরবাজার এলাকার সুরমা টাওয়ারে অভিযান চালিয়ে এস বি আল করিম ইন্টারন্যাশনাল এয়ারকে ৫০ হাজার এবং মদিনা ইন্টারন্যাশনালকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, নিরাপদে বিদেশ ভ্রমণ ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে জেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ দুটি এজেন্সি মেয়াদোত্তীর্ণ ও লাইসেন্সবিহীন অবস্থায় কার্যক্রম পরিচালনা করছিল। 

অভিযানে সিলেট মহানগর পুলিশের একটি দল সহযোগিতা করে।