রিকশা-ভ্যান থেকে ব্যাটারি-মোটর খুলে নেওয়ার সিদ্ধান্ত

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্সের ৩য় সভায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধ নয়, কেবল ব্যাটারি বা মোটর খুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

যেসব প্যাডেল চালিত রিকশা ও ভ্যানে ব্যাটারি বা মোটরযন্ত্র লাগানো হয়েছে শুধুমাত্র সেসব রিকশা ও ভ্যান থেকে ব্যাটারি বা মোটরযন্ত্র খুলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছিলেন, ‘আমরা লক্ষ্য করেছি সারাদেশে রিকশা-ভ্যানের মধ্যে মোটর লাগিয়ে রাস্তায় চলছে। শুধু সামনের চাকায় ব্রেক, পেছনের চাকায় কোনো ব্রেক নেই বা ব্যবস্থা থাকলেও তা অপ্রতুল। সেগুলো যখন ব্রেক করে যাত্রীসহ গাড়ি উল্টে যায়। এ ধরনের দৃশ্য আমরা দেখেছি। আমরা দেখেছি হাইওয়েগুলোতেও এ রিকশা চলে আসছে। এজন্য সারাদেশে এই ধরনের রিকশা… প্যাডেলচালিত রিকশার বিষয়ে আমরা বলছি না। প্যাডেল চালিত রিকশাকে যারা ইঞ্জিন দিয়ে রূপান্তর করেছেন সেই সব রিকশা-ভ্যান বন্ধ করার সিদ্ধান্ত আজকের সভায় হয়েছে।’

‘আমাদের নসিমন, করিমন, ভটভটি এবং ঢাকা শহরে বিভিন্ন রকমের অটোরিকশা চলছে। আমরা এখনো যানবাহনের সঠিক ব্যবস্থা করতে পারিনি। গ্রামাঞ্চলে সুন্দর রাস্তা হয়ে গেছে। সেখানে রিকশা, সাইকেল কিংবা মোটর সাইকেল ছাড়া পর্যাপ্ত যানবাহন নেই। সেজন্য নসিমন, করিমন-এগুলো যানবাহনের বিকল্প হিসেবে কাজ করছে’ বলে জানান তিনি।

Related posts:

তিন শিক্ষার্থীকে অংশীজন সভার প্রতিনিধি করে প্রজ্ঞাপন জারি রেলপথ মন্ত্রণালয়ের
ফেরিভাড়া বাড়ছে ২০ শতাংশ, বৃহস্পতিবার থেকে কার্যকর
রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ নিয়ে দুচিন্তা
কোয়ারেন্টিনের কাজে ব্যাবহার হচ্ছে বিশ্ব ইজতেমা মাঠ,দ্বায়িত্বে থাকছে সেনাবাহিনী।
বসুন্ধরা সিটিতে অভিযান ও জরিমানা আদায়
বাজার তদারকিঃ ১১৪ প্রতিষ্ঠানকে ৫.৪৪ লক্ষ টাকা জরিমানা
রফতানিমুখী শিল্প শ্রমিকদের সাহায্যার্থে ইইউ ও জার্মানী
লকডাউনের মাঝে বিয়ের অনুষ্ঠান, তিন হোটেলকে জরিমানা
নীতিমালা লঙ্ঘন, কুমিল্লা-সিলেট রুটে বাস চলাচল বন্ধ
১ ফেব্রুয়ারি থেকে একুশে বইমেলা, মানতে হবে স্বাস্থ্যবিধি