শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুট ফের বন্ধ

ভোক্তাকণ্ঠ ডেস্ক: ঈদ উপলক্ষে মোটরসাইকেল পারাপারে শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ফেরি চালু করেছিল বিআইডাব্লিউটিসি। যানবাহন না থাকায় ১৩ দিনের মাথায় সরিয়ে নেওয়া হয়েছে দুই ফেরি।

রোববার বেলা ১১টার দিকে কলমিলতা ফেরিটি সরিয়ে নেওয়া হয়। এর আগে ২৭ তারিখ ফেরি কুঞ্জলতা সরিয়ে নেওয়া হয়।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন জানান, ঈদের জন্য দুটি ফেরি দিয়ে পরীক্ষামূলক মোটরসাইকেল পারাপার করা হয়। পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় এখন নৌরুটে এসব যানবাহন আসে না।

তিনি আরও জানান, ফেরি কুঞ্জলতা আরিচা-কাজিরহাট রুট থেকে আনা হয়েছিল। কলমিলতা আনা হয়েছিল ভোলা-লক্ষ্মীপুর নৌরুট থেকে। এখন শিমুলিয়া-মাঝিকান্দি রুটে চলাচল বন্ধ হওয়ায় দুটি ফেরি আগের রুটে ফিরিয়ে নেওয়া হয়েছে।

গত ১৮ এপ্রিল মুন্সীগঞ্জের শিমুলিয়া ও শরীয়তপুরের মাঝিকান্দি নৌরুটে দুটি ফেরি দিয়ে মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যান পারাপার করা হয়।