স্বর্ণের ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বৃদ্ধি 

ভোক্তাকন্ঠ ডেস্ক:

সোনার দাম  প্রতি ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। শুক্রবার (১২ নভেম্বর) রাতে সমিতির সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায় সমিতি।

বিজ্ঞপ্তিতে, প্রতি ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানোর কথা জানানো হয়।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি জানিয়েছে, নতুন দাম শনিবার (১৩ নভেম্বর) থেকে সারা দেশে কার্যকর হবে।

সমিতি আরও জানায়, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি, দেশে চাহিদার বিপরীতে যোগান কম ও বুলিয়ন মার্কেটে মূল্যবৃদ্ধির কারণে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে, শনিবার থেকে ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের মূল্য হবে ৭৪ হাজার ৩০০ টাকা।