১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে রয়েছে সংশয়

করোনা সংক্রমণের ​পরিস্থিতি বুঝে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। শিক্ষার্থীরা স্কুলে আসলে সংক্রমণ বেড়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

আজ রোববার (৩০ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

গত ​বুধবার (২৬ মে) শিক্ষামন্ত্রী দীপু মনি করোনা সংক্রমণের কারণে আগামী ১২ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর ঘোষণা দেন। তিনি বলেন, ‘পরিস্থিতি অনুকূলে থাকলে ১৩ জুন খোলা হবে শিক্ষাপ্রতিষ্ঠান।’

তবে গত শনিবার (২৯ মে) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা যে তারিখই নির্দিষ্ট করি না কেন, সেই সময়ের আগে করোনা পরিস্থিতি অনুকূলে না এলে মানুষের স্বাস্থ্য নিয়ে ঝুঁকি নেব না।’

স্কুল-কলেজ খোলার বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘স্কুল-কলেজ, অফিস-আদালত বন্ধ রেখেছি। তাতে মানুষের চলাচলের প্রয়োজনীয়তা বা বাধ্যবাধকতা নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে করোনা সংক্রমণের হার ৫ শতাংশের মধ্যে থাকাটা স্বস্তিদায়ক।’

সংক্রমণের বতর্মান পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলাটাও পিছিয়ে যেতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন বলেন, ‘শিক্ষামন্ত্রী তেমন ইঙ্গিত দিয়েছেন। সেটি তাদের বিষয়। উনি বলেছেন, এটা নিয়ন্ত্রণের পর্যায়ে না আসা পর্যন্ত খুলবে না।’

Related posts:

রাজধানীর অধিকাংশ সবজি বাজারে ঊর্ধ্বমুখী দাম
সাহসিকতা-সেবামূলক কাজে পুরস্কৃত ৪০ কোস্ট গার্ড সদস্য
অর্থপাচার: সিআইডিকে ১৫ মের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ
সময় বাড়ল এইচএসসির ব্যবহারিক পরীক্ষার
সারা দেশে ট্রেন ধর্মচঘট , বিড়ম্বনায় যাত্রীরা
ঈদে ব্যাংকারদের কর্মস্থলে থাকার নির্দেশ
শ্রেণিকক্ষে তিন ফুট দূরত্ব রেখে শিক্ষার্থীদের বসানো হবে
প্ল্যাস্টিক ব্যাবহারের অজানা বিষয়গুলি যেভাবে আমাদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দিচ্ছে
কারওয়ানবাজার ও রজনীগন্ধা মার্কেটে তদারকি অভিযান
ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যবীমা এবং অনুদান দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক