২১ জেলায় ১৩,৮৮৬ বাল্যবিবাহ

বৃহস্পতিবার একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে দেশের ২১ টি জেলায় কমপক্ষে ১৩,৮৮৬ বাল্যবিবাহ হয়েছে।
(সুত্র : NEWAGE BANGLADESH)

এছাড়াও ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ তাদের একটি প্রতিবেদনে ভুক্তভোগীদের মধ্যে ৫,০৯৯ জন বিয়ের পরে অবাঞ্ছিত গর্ভধারণের কথা জানিয়েছেন।
প্রতিবেদনটিতে আরো প্রকাশিত হয়েছে যে এই বিবাহ গুলির মধ্যে মাত্র ৮৬৬৬ জন রেজিষ্ট্রী করে বিবাহ করেছেন।
প্রতিবেদনটির জন্যে ১৯ বছর বয়সী ২১,২৫৮জন অবিবাহিত ও বিবাহিত মেয়েদের মাঝে একটি জরিপ করা হয়েছিল। বাল্যবিবাহের শিকারদের মধ্যে ৫০.৬ শতাংশের বয়স ছিলো ১৬ থেকে ১৭ এর মধ্যে আর ৪৭.৭ শতাংশ ছিলো ১৩ থেকে ১৫ বছরের মধ্যে।এছাড়াও ১.৭ শতাংশ ছিলো ১০থেকে ১২ বছরের মধ্যে।যা আমাদের দেশে বাল্যবিবাহের ভয়াবহতা এবং বিকৃত সমাজ ব্যবস্থা এর পরিচয় তুলে ধরে ।
২০২০ সালের অক্টোবরে প্রকাশিত ইউনিসেফের এক প্রতিবেদন অনুসারে, বাংলাদেশে, ৫১ শতাংশ যুবতী তাদের ১৮ তম জন্মদিনের আগে বিবাহ করেছে।
বাংলাদেশে দক্ষিণ এশিয়ায়র মধ্যে বাল্যবিবাহের সর্বাধিক প্রসার ঘটেছে এবং সর্বোচ্চ হারের সাথে বিশ্বব্যাপী ১০ টি দেশের মাঝে রয়েছে।

AAAS