কাঁচা মরিচের সেঞ্চুরি, টমেটোর বাজারে স্বস্তি

ভোক্তাকণ্ঠ ডেস্ক: রাজধানীর বাজারগুলোতে কাঁচা মরিচের দাম বেড়েছে। তবে কমেছে টমেটোর দাম। গত সপ্তাহের তুলনায় কাঁচা মরিচের দাম প্রতি কেজিতে ৩০ টাকা বেড়েছে। গত সপ্তাহে কাঁচা মরিচ ৬০/৭০ টাকা দরে খুচরা বিক্রি হলেও বর্তমানে দাম বেড়ে ১০০ টাকা হয়ে গেছে। এদিকে কিছুটা স্বস্তি ফিরেছে টমেটোর বাজারে। গত সপ্তাহে প্রতি কেজি ৬০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে ৫০ টাকায় বিক্রি হচ্ছে টমেটো। তবে আলুর দাম ২৫ টাকা থেকে বেড়ে ৩০ টাকা হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজারে সবজির বাজার দরে এমন চিত্র পরিলক্ষিত হয়েছে।

জানা গেছে, রায়ের বাজারে আজকে একটি ফুলকপি ৩০ টাকা ও বাধাঁকপি ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া শালগম প্রতি কেজি ২০ টাকা, গাজর ৪০ টাকা, সিম ৫০ থেকে ৬০ টাকা, বেগুন ৩০ টাকা, দেশি টমেটো ৫০ টাকা ও শসা ৪০ টাকা ও পেঁপে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। একই চিত্র রাজধানীর ধানমন্ডি, হাতিরঝিল, মোহাম্মদপুর ও কলাবাগান বাজারেরও। এসব বাজারে সবজির খুচরা দাম প্রায় একই।

কারওয়ান বাজারে গত সপ্তাহে ফুলকপির দাম ছিল ১২ টাকা, আজকে ২৪ টাকা। মুলা আর শালগম ৯ থেকে ১০ টাকা কেজিতে বিক্রি করছি। গত সপ্তাহে গাজর ৫ কেজি ১৮০ টাকায় বিক্রি হলেও তা কমে আজকে ১৬০টাকা, অর্থাৎ ৩২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতিটি বাঁধাকপির দাম ২০ টাকা। যা গত সপ্তাহের দামেই রয়ে গেছে। গত সপ্তাহে সিম ৫ কেজি ১৮০ টাকা হলেও আজকে তা বেড়ে ২০০ টাকা হয়েছে। কাঁচা মরিচ গত সপ্তাহে কেজি ৪০ টাকা থেকে আজকে তা বেড়ে ৭৬ টাকা দাঁড়িয়েছে। বেগুনের দামও বেড়েছে। গত সপ্তাহের ১২ টাকা কেজির বেগুন ২২ টাকা হয়েছে। দেশি টমেটো ২৪ কেজি ৮০০ টাকা থেকে কমে ৭৫০ টাকা হয়েছে। ক্ষিরা ও পেঁপের একই দাম রয়েছে। গত সপ্তাহে ২৫ টাকা ছিল, তা এখনও আছে। এদিকে আলুর দাম পাইকারি ২০ টাকা থেকে ২৩ টাকা হয়ে গেছে।