হিলিতে পেঁয়াজ-কাঁচা মরিচের দাম কমেছে

ভোক্তাকণ্ঠ ডেস্ক: সরবরাহ বৃদ্ধি পাওয়ায় এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে সব ধরনের সবজির দাম কমেছে। পেঁয়াজ কেজিতে ১৫ টাকা ও কাঁচা মরিচের দাম কেজিতে ৬০ টাকা কমেছে।

রোববার হিলি বাজার ঘুরে এমন তথ্য পাওয়া যায়।

ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সব ধরনের সবজির দাম কমতে শুরু করছে।

এক সপ্তাহে আগে বেগুনের দাম ছিলো ৬০ টাকা কেজি, তা আজ বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে, ৬০ টাকার পটল বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি, ৬০ টাকার ঢেঁড়স বিক্রি হচ্ছে ৩০ টাকা, ৮০ টাকার করলা ৪০ টাকা, ৬০ টাকার বরবটি ৪০ টাকা, ৬০ টাকার ঝিঙ্গা ৩০ টাকা, ৪০ টাকার শসা ৩০ টাকা, ১০০ টাকার কাকরোল ৭০ টাকা, ফুলকপি ১০০ টাকা, টমেটো ৪০ টাকা, ১৪০ টাকার কাঁচা মরিচ ৮০ থেকে ৬০ টাকা, ৫০ টাকার লাউ ৩০ টাকা পিস, ৬০ টাকায় কচুর লতি ৫০ টাকা, ৬০ টাকার তরই ৩০ টাকা, ৮০ টাকার পেঁয়াজ ৬৪ টাকা কেজি পাইকারি, রসুন ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।