হা‌তির‌ঝিল চক্রাকার বাস সার্ভিসকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: হাতিরঝিল চক্রাকার বাসে পরিচালনাকারী এইচ আর ট্রান্স‌পোর্ট নামক প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জ‌রিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২১ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া সুলতানা।

তিনি বলেন, চারটি লিখিত অভিযোগ পাই আমরা। এর পরিপ্রেক্ষি‌তে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, অনুযায়ী ধার্যকৃত ভাড়ার বে‌শি ভাড়া আদা‌য়ের অপরা‌ধে এইচ আর ট্রান্স‌পোর্ট (হা‌তির‌ঝিল চক্রাকার বাস সা‌র্ভিস) কে ৪০ হাজার টাকা প্রশাস‌নিকভাবে জ‌রিমানা করা হয়েছে।

উল্লেখ্য, এইচ আর ট্রান্স‌পোর্টের দুই ধরনের বাস রয়েছে হাতিরঝিলে। ৩২ সিটের ৮টি বাস এবং ২২ সিটের ৬টি বাস।  

চক্রাকার এ বাস সার্ভিসের স্টপেজ রয়েছে, বউবাজার, কুনিপাড়া, শুটিং ক্লাব, মেরুল বাড্ডা, রামপুরা, মহানগর প্রজেক্ট ও মধুবাগ।

সকাল ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত বাসগুলো চলাচল করে। প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ হাজার যাত্রী চলাচল করে। ৫ থেকে ৭ মিনিট অন্তর বাসগুলো স্টপেজ ছেড়ে যায়।  বিআরটিএ নির্ধারিত সর্বনিম্ন ভাড়া ১০ টাকা হলেও চক্রাকার বাসে লাগে ১৫ টাকা।  

অন্যদিকে বিআরটিএ কিলোমিটার প্রতি ২ টাকা ৪৫ পয়সা ভাড়া নির্ধারণ করায় এ রুটে ১০ কিলোমিটারের ভাড়া হওয়ার কথা ২৪ টাকা ৫০ পয়সা। কিন্তু চক্রাকার বাস কর্তৃপক্ষ নিচ্ছে ৪০ টাকা।  

প্রসঙ্গত, ২০০৭ সালের অক্টোবরে হাতিরঝিল প্রকল্প অনুমোদন করে সরকার। প্রকল্প প্রক্রিয়ার শুরু থেকে হাতিরঝিলের ভেতরে ও বাইরে বাস ঢুকতে না দেওয়ার পরামর্শ ছিল।  

২০১৫ সালের ২৩ ডিসেম্বর হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। চারটি বাস দিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে চলাচল করছে ১৪টি বাস। বিকল্প হিসেবে আরও ৬টি প্রস্তুত রাখা হয়।