কাঁচা মরিচের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: সরবরাহ ঘাটতি, ভারি বর্ষণের অজুহাতে কাঁচা মরিচের দাম হু হু করে বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। কয়েকদিনের ব্যবধানের দেশের বিভিন্ন বাজারে এক হাজার ২০০ টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়েছে কাঁচা মরিচ। এমন পরিস্থিতিতে সরকার ভারত থেকে কাঁচা মরিচ আমদানির সিদ্ধান্ত নেয়।

আমদানির খবরের পর থেকেই দেশের বাজারে দেশি কাঁচা মরিচের দাম কমতে থাকে। কাঁচা মরিচ ব্যবসায়ীদের কারচুপি ধরতে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে কাঁচা মরিচের মূল্য এবং চিনির মূল্য ও মজুদসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তদারকির লক্ষ্যে বাজারে অভিযান চালায় সংস্থাটি। ঢাকাসহ দেশের ৪১টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিদপ্তরের অভিযানে গিয়ে দেখা যায়, প্রতি কেজি দেশি কাঁচা মরিচের পাইকারি দাম নেওয়া হচ্ছে ১৮০ টাকা। সেই মরিচ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা। তবে কিছু কিছু দোকানে ২৭০ টাকা পর্যন্ত বিক্রি করতে দেখা গেছে।

ব্যবসায়ীরা জানান, কাঁচা মরিচের সরবরাহে কোনো ঘাটতি নেই। পর্যাপ্ত মরিচ রয়েছে। ধীরে ধীরে কাঁচা মরিচের মূল্য আরও কমে আসবে।

তবে বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ ব্যবসায়ীরা মূল্য তালিকা না টানিয়েই নিজেদের ইচ্ছেমতো দাম নিচ্ছেন। রাজধানীর কোনো বাজারেই মূল্য তালিকা টানানো দেখা যায়নি।

ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, আজ সারাদেশে ৪৪টি বাজার অভিযানে ১১৮টি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ ২১ ‍হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে, আজ রাজধানীতে ভোক্তা অধিদপ্তরের তিনটি টিম অভিযান পরিচালনা করে। কারওয়ান বাজার, গুলশান কাঁচা বাজার, বনানী বাজার, উত্তরা, পলাশি, হাতিরপুল কাঁচা বাজার ও নিউ মার্কেট এলাকায় কাঁচা মরিচের বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য যাচাই করা হয়।

ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, কাঁচা মরিচের মূল্য স্থিতিশীল এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে।

রাজধানীর উত্তরার বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে অভিযান চালায় অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান ও সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল এবং সহকারী পরিচালক সোহেল চাকমা।

মূল্য তালিকা না থাকায় উত্তরার জহুরা মার্কেটের চার দোকানীকে মোট আড়াই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের বিষয়ে আব্দুল জব্বার মণ্ডল বলেন, যেখান থেকে ব্যবসায়ীরা কাঁচা মরিচ ক্রয় করেছেন তার কোনো ক্রয় ভাউচার নেই। আইন অনুযায়ী- মূল্য তালিকা টানানোর নিয়ম থাকলেও কোনো ব্যবসায়ী মূল্য তালিকা টানাননি। এতে করে ব্যবসায়ীরা কি দামে কাঁচা মরিচ বিক্রি করছে তা অস্পষ্ট। এসব অপরাধে উত্তরার জহুরা মার্কেটের চার দোকানীকে জরিমানা করা হয়েছে।

-এসআর

Related posts:

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই
সাপ্তাহিক ছুটির দিনেও চলছে বিশেষ বাজার তদারকি অভিযান, জরিমানা প্রায় দেড় লাখ টাকা
ঈদের আগে মসলার দাম কিছুটা কম
করোনাকে পুঁজি করে চালের দাম বেশি রাখায় একটি প্রতিষ্ঠানকে বন্ধ ঘোষনা: বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম
নির্দেশনা অমান্য করে পাঠদান কোচিং সেন্টারকে জরিমানা
ভোক্তা অধিদপ্তর: ১০২টি প্রতিষ্ঠানকে ৭.৩৫ লাখ টাকা জরিমানা
নকল স্যানিটাইজার বিক্রি সহ বিভিন্ন অপরাধে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা
ইজারাদারকে জরিমানা এবং গরুর হাট বন্ধের নির্দেশ
অনুমতি ছাড়া পানি বাজারজাত করায় প্রতিষ্ঠান সীলগালা
ঈদ পর্যন্ত ভোজ্যতেলের বাড়ানো মূল্যে ৩ টাকা ছাড় ঘোষণা