দাম বেড়েছে ছোলার কমেছে মসুর ডালের

ভোক্তাকণ্ঠ ডেস্ক: বাজারে সরবরাহে কোনো ঘাটতি না থাকলেও দাম কিছুটা বাড়তি দেখা গেছে ছোলা, অ্যাঙ্কর ও মুগ ডালের। মাস খানেকের ব্যবধানে কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে এসব ডালের। তবে দীর্ঘদিন ধরে চড়া দামে বিক্রি হওয়া আমদানি করা মসুর ডালের দাম কেজিতে ৫ টাকা কমেছে।

খুচরা পর্যায়ে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়, যা মাস খানেক আগে ছিল ৭০ থেকে ৭৫ টাকা। সেই হিসাবে কেজিতে দাম বেড়েছে ৫ টাকা। খুচরা ব্যবসায়ীরা ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হওয়া অ্যাঙ্কর ডালের দাম রাখছেন এখন ৭০ থেকে ৭৫ টাকা।

এ ছাড়া কেজিতে ১০ টাকা বেড়ে মুগডাল বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৩৫ টাকায়। তবে আমদানি করা মসুর ডালের দাম কেজিতে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকা দরে। আগের মতোই দেশি মসুর ডালের কেজি বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকায়।

টিসিবির তথ্য বলছে, গত এক মাসের ব্যবধানে ছোলার দাম ৩.৪৫ শতাংশ এবং অ্যাঙ্কর ডালের দাম ১১.৫৪ শতাংশ বেড়েছে। এক বছরের ব্যবধানে এই ডালের দাম বেড়েছে প্রায় ৫৩ শতাংশ। এ জাতীয় ডাল থেকে সাধারণত ব্যাসন তৈরি হয়।