ভোক্তাকণ্ঠ ডেস্ক: দেশে চাহিদা মেটাতে ভারত থেকে চিনি আনবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রতি কেজি ৯৮ টাকা ৩৯ পয়সা দরে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি কিনবে টিসিবি।
বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভায় সভাপতিত্বে করেন। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, চিনি কিনতে ৭০ কোটি ২ লাখ ৪৫ হাজার টাকা ব্যয় হবে। আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে এ চিনি কেনা হবে।