১৭ দিন পরও বাড়তি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল

।। ভোক্তাকণ্ঠ ডেস্ক ।।
দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা কমানোর ঘোষণার ১৭ দিন পার হলেও আগের দাম ২০৫ টাকায় বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। কারণ জানতে চাইলে বলছেন, ‘এই তেল আগের কেনা, তাই বেশি দামে বিক্রি করছি। কম দামে কিনলে, কম দামেই বিক্রি করব।’

বুধবার (১৩ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেক মহল্লার দোকানে এখনো প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ২০৫ টাকায়। আর খোলা তেল বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে। তবে বাজারের দোকানগুলোতে ১৯৮ থেকে ২০০ টাকা লিটার তেল বিক্রি করা শুরু হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ জুন ভোজ্যতেল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ জুন থেকে প্রতি লিটার সয়াবিন তেল পাওয়া যাবে ১৯৯ টাকায়। যা আগে ছিল ২০৫ টাকা লিটার। আর এক লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা। যা ছিল ১৮৭ টাকা লিটার। এছাড়াও ৫ লিটার সয়াবিন তেলের বোতল বিক্রি হবে ৯৮০ টাকায়। যা আগে ছিল ১ হাজার ২৫ টাকা।