গমের দাম কমেছে বিশ্ব বাজারে

ভোক্তাকণ্ঠ ডেস্ক: বিশ্ব বাজারে গমের দাম ব্যাপক ভাবে কমেছে। শিকাগো গম ফিউচারের দাম কমে তিন বছরের মধ্যে সর্বনিম্ন হয়েছে। এর অন্যতম কারণ হলো রাশিয়ার সস্তা গমের ব্যাপক সরবরাহ ও যুক্তরাষ্ট্রে ভালো উৎপাদনের পূর্বাভাস।

অস্ট্রেলিয়ান কৃষি ব্রোকারেজ আইকন কমোডিটিসের উপদেষ্টা সার্ভিসের পরিচালক ওলে হাউ বলেছেন, গমের দাম ভবিষতে আরও কমতে পারে। কারণ ক্রেতারা যা প্রয়োজন তাই কিনছে। এতে কমছে চাহিদা।

তিনি বলেন, মঙ্গলবার শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) খাদ্যপণ্যটির দাম বুশেলপ্রতি শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৫ দশমিক ৬৪ ডলারে দাঁড়িয়েছে। এর আগে গত শুক্রবার বুশেলপ্রতি গমের দর কমে দাঁড়ায় ৫ দশমিক ৪০ ডলারে, যা ২০২০ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।

এরই মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের শস্য পর্যবেক্ষণ সার্ভিস মার্স জানিয়েছে, ২০২৩ সালে রাশিয়ায় গমের উৎপাদন বেড়ে ৮৯ দশমিক ৭ মিলিয়ন মেট্রিক টনে দাঁড়াবে, যা জুনের ৮৬ দশমিক ৭ মিলিয়ন মেট্রিক টন পূর্বাভাসের চেয়ে বেশি।

ব্যবসায়ীরা বলছেন, সোমবার গমের নিট ক্রেতা ছিল কম্মোডিটি ফান্ডগুলো। বিক্রেতাও ছিল বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠানগুলো।