হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে

ভোক্তাকণ্ঠ ডেস্ক : দুই দিনের ব্যবধানে খুচরা পর্যায়ে দিনাজপুরের হিলিতে ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা বেড়েছে।

শনিবার দুপুরে হিলি বাজার ঘুরে দেখা গেছে, দুদিন আগে ৬০ টাকা কেজিতে বিক্রি হওয়া পেঁয়াজ দাম বেড়ে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

হিলি বাজারের খুচরা পেঁয়াজ বিক্রেতা রুবেল হোসেন বলেন, দুদিন আগেও পোর্টের পাইকারদের কাছ থেকে মানভেদে ভারতীয় পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা দরে কিনে ৫ টাকা লাভে ৫৫ থেকে ৬০ টাকা দরে বিক্রি করেছি। কিন্তু বৃহস্পতিবার পোর্ট বাজারেই এক লাফেই পাইকারি বাজারে কেজিতে ২০ টাকা দাম বেড়েছে। ফলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ বলেন ,শুধু বাংলাদেশে নয়, বেশকিছু দেশে ভারতীয় পেঁয়াজের কদর থাকায় তারা বিভিন্ন দেশে পেঁয়াজ রপ্তানি করছে। ফলে ভারতের অভ্যন্তরে পেঁয়াজের সংকট দেখা দিয়েছে। একইসঙ্গে ব্যাংকগুলো এখন নতুন করে এলসি না দেওয়ায় চাহিদা মতো আমদানি করা যাচ্ছে না। ফলে দাম বেড়েছে। এ অবস্থা চলতে থাকলে দ্রুতই পেঁয়াজের দাম সেঞ্চুরি পার হবে।

হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, টানা সাত দিন বন্ধের পর বৃহস্পতিবার থেকে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ওইদিন ২০টি ভারতীয় ট্রাকে ৬০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।