কাঁচা মরিচের দাম আকাশচুম্বী

ভোক্তাকণ্ঠ ডেস্ক: লক্ষ্মীপুরের বাজারে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। ঈদকে কেন্দ্র করে এবং আমদানি না থাকায় দাম সর্বোচ্চ পর্যায়ে ঠেকেছে বলে জানান বিক্রেতারা।

আকাশচুম্বী এমন দামে খুব একটা প্রয়োজন ছাড়া আপাতত কাঁচা মরিচের ঝাল নিতে পারছে না ক্রেতারা।

শনিবার দুপুরে লক্ষ্মীপুরের জকসিন বাজারে গিয়ে দেখা যায়, সবজি বিক্রেতারা প্রতি কেজি কাঁচা মরিচের দাম চাচ্ছেন ৮০০ টাকা করে। হাটবার হওয়াতেও বিক্রেতাদের কাছে তেমন একটা দেখা যায়নি কাঁচা মরিচ। দাম বেশির কারণে কাঁচা মরিচের ক্রেতাও তেমন একটা দেখা যায়নি। তবে একান্ত প্রয়োজনে কেউ ৫০ গ্রাম বা ১০০ গ্রাম করে কিনছেন।

জকসিন বাজারের সবজি বিক্রেতা মো. মনির হোসেন বলেন, ঈদের আগেও গত বুধবার এ হাটে কাঁচা মরিচ বিক্রি করেছি ৩০০ টাকা কেজি দরে। তিন দিনের ব্যবধানে আজ সে কাঁচা মরিচ আমাদের পাইকারিই কিনতে হয়েছে ৭০০ টাকা কেজি দরে। তাই খুচরা বাজারে আমরা ৮০০ টাকা করে বিক্রি করছি।

তিনি বলেন, এ সময়টাতে কাঁচা মরিচের চাহিদা বেড়ে যায়। কিন্তু সে হিসাবে আড়তে বা কৃষকদের কাছে কাঁচা মরিচ নেই। তাই অনেকটা বেশি দাম দিয়েই কাঁচা মরিচ কিনতে হচ্ছে।

জকসিন বাজারে আসা ক্রেতা আহছান উল্যা বলেন, ৮০০ টাকা কাঁচা মরিচের কেজি জীবনে কখনো দেখিনি। কিন্তু আজ বাজারে এসে দেখি ৮০০ টাকা করে বিক্রি হচ্ছে। যা অবিশ্বাস্য। আমাদের সাধ্য নেই কাঁচা মরিচ কেনার। তাই প্রয়োজন থাকা সত্ত্বেও মরিচ কেনা থেকে বিরত আছি। দাম কমলে তখন কিনবো।