‘ক্যাব ও ভোক্তা অধিদপ্তর একে অন্যের পরিপূরক’

নিজস্ব প্রতিবেদক: ক্যাবের কার্যক্রমকে ধন্যবাদ জানিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, ‘ক্যাবের আন্দোলনের ফসল হিসেবে ২০০৯ সালে যে আইন প্রণয়ন করা হয়েছিল সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। ক্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করে যাচ্ছে। যে কারণে ক্যাব ও ভোক্তা অধিদপ্তর যাতে একসঙ্গে কাজ করতে পারে সে বিষয়ে ভাবা হচ্ছে। কারণ ক্যাব ও ভোক্তা অধিদপ্তর মিলে যখন একসঙ্গে কাজ করতে পারবে তখনই ভোক্তা অধিকার প্রতিষ্ঠা করতে পারবো।’

বুধবার কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভার্চুয়াল জেলা, উপজেলা প্রতিনিধি সম্মেলন- ২০২২ ও ক্যাবের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ভোক্তাকণ্ঠ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় ‘ভোক্তাকণ্ঠ’ (ক্যাবের অনলাইন প্লাটফর্ম) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভোক্তা অধিদপ্তরের নির্দেশনা মানুষের কাছে পৌছানোর জন্য অনেক কাজে লাগবে। আমরা বিএসটিআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষসহ বিভিন্ন সংস্থা মিলে কাজ করে যাচ্ছি ভোক্তা অধিকারকে শক্তিশালী করার জন্য। ভোক্তা আইন যুগোপযোগী করার জন্যে কাজ চলছে।’

তিনি বলেন, ‘ভোক্তা অধিদপ্তরের কার্যক্রম ব্যাপক। যেখানেই ভোক্তা আছে, সেখানেই ভোক্তা অধিদপ্তরের কাজ। ক্যাব আমাদের সাপোর্ট দিচ্ছে। যার কারণে আমরা শক্তিশালী ভাবে কাজ করতে পারছি। আর এর জন্য ক্যাবের ভূমিকা রয়েছে।’

সাংবাদিকদের উদ্দেশ্যে এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘অনেক মিডিয়াই প্রশ্ন করে- আপনারা কী স্বাধীন ভাবে কাজ করতে পারছেন? হ্যাঁ, আমরা স্বাধীন ভাবে কাজ করছি। সেই ক্ষেত্রে ক্যাবের সভাপতি (সাবেক বাণিজ্য সচিব) গোলাম রহমান স্যারসহ ক্যাবের সকল সদস্যদের সহযোগিতা পাচ্ছি। সারাদেশ থেকে আমাদের যেভাবে (ক্যাব) হাইলাইটস করা হচ্ছে তাতে নানা সীমাবদ্ধতার মধ্যেও ভোক্তাদের আসল অধিকার প্রতিষ্ঠা করতে পারবো।’

ক্যাবের কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, ‘ক্যাবের প্রচারণার জন্যে জনগণ সচেতন হচ্ছে। এ জন্য ক্যাবকে আরও শক্তিশালী করা দরকার। তাই আগামী মাসের কাউন্সিলে ক্যাবকে সহযোগিতা করার জন্য সহায়তা করবো।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাবের সভাপতি গোলাম রহমান।

গেষ্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের পরিচালক ড. সহদেব চন্দ্র সাহা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্যাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি অধ্যাপক ড. এম শামসুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া, যুগ্ম সম্পাদক ডা. মো. শাহনেওয়াজ চৌধুরী ও ভোক্তাকণ্ঠের সম্পাদক কাজী আব্দুল হান্নান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জেলা ও উপজেলা কমিটির সদস্যরা সাংগঠনিক ও ক্যাবের কর্মকাণ্ড নিয়ে আলোচনায় অংশ নেন।