খাদ্য মন্ত্রণালয়ের ছয় মাসে সাশ্রয় ৩৮২ কোটি টাকা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: করোনা মহামারির প্রভাব ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক মন্দায় সরকারের কৃচ্ছ্রতার নীতি বাস্তবায়ন করে খাদ্য মন্ত্রণালয় গত ছয় মাসে ৩৮২ কোটি ২৪ লাখ ৭১ হাজার ৬৩২ টাকা সরকারি ব্যয় সাশ্রয় করেছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি জানান, খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগীদের ডিজিটাল ডাটাবেজের আওতায় আনা, নীতি ও পদ্ধতির সময়োপযোগী করা এবং সরকারি মিলে গমের ভূসির দাম তিন টাকা বাড়িয়ে সাশ্রয় করা হয়।

আজ বুধবার খাদ্য মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন। এ সময় খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেন বক্তব্য দেন।

খাদ্যমন্ত্রী বলেন, মন্ত্রণালয় খাদ্য অধিদপ্তরের মাধ্যমে প্রচলিত বিভিন্ন নীতি ও পদ্ধতির সময়োপযোগী আংশিক পরিবর্তন করে। একইসঙ্গে ডিজিটাল পদ্ধতি ব্যবহারের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কার্যক্রমে ২০২২ সালের ১০ জুন থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ৩৮২ কোটি ২৪ লাখ ৭১ হাজার ৬৩২ টাকা সরকারি ব্যয় সাশ্রয় করা হয়েছে। আগামী ৬ মাসে ৩০ জুন পর্যন্ত প্রায় ৭২৬ কোটি ৮২ লাখ সরকারি ব্যয় সাশ্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।