ভোক্তা-অধিকার নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা বৃহস্পতিবার

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ভোক্তা-অধিকার নিয়ে সচেতনতা শীর্ষক এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ডিবেট ফর ডেমোক্রেসি।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর তেজগাঁওস্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) আয়োজিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান।

মক পার্লামেন্টে স্পিকার হিসেবে সভাপতিত্ব করবেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

অনুষ্ঠেয় “কেবল বাজার মনিটরিং এর মাধ্যমে ভোক্তা-অধিকার সংরক্ষণ সম্ভব নয়” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ ও সাউথ ইস্ট ইউনিভার্সিটির বিতার্কিকরা অংশগ্রহণ করবেন।

-এসআর