ইভা সুপার শপকে বিএসটিআই’র ১০ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরে অনিয়মের অভিযোগে ফ্রেস হোম মেড নামক প্রতিষ্ঠানটিকে দুই হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

গত বৃহস্পতিবার (১৩ জুলাই) ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা।

বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই’র ছাড়পত্র গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য ‘শ্যাম্পু, স্কিন লোশন, স্কিন ক্রীম, টুথপেষ্ট, সোপ, ফেসওয়াশ, স্কিন পাউডার ও নিষিদ্ধ ক্রীম’ বিক্রয়, বিতরণ এবং বাজারজাত করার অপরাধে তাজমহল রোডের (কৃষি মার্কেট সংলগ্ন) ইভা সুপার শপকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সে সময় কিছু নিষিদ্ধ পণ্য ধ্বংস করা হয়।

এদিকে, একই এলাকায় অপর একটি প্রতিষ্ঠান Ayin Mart কে মধু, ঘি, চিনি, সরিষার তেল এবং আরশি নগর মোড়ের সাদিয়া অয়েল মিলসকে সরিষার তেল, হলুদ, মরিচসহ বিভিন্ন মসলার গুরা পণ্যসমূহ উৎপাদন, বিক্রয় বিতরণ এবং বাজারজাত করার কারণে প্রতিষ্ঠানটিকে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ ও মোড়কজাতকরণ সনদ গ্রহণ সম্পর্কে সতর্কমূলক পরামর্শ প্রদান করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) সিকন্দার মাহমুদ ও পরিদর্শক (মেট্রোলজি) সুবহানা নওশিন।

-এসআর