তীব্র গরমে শ্রমজীবী-পথচারীদের পাশে ‘ইনার হুইল ক্লাব অব উত্তরা’

ভোক্তাকণ্ঠ রিপোর্ট : তীব্র তাপপ্রবাহে সবাই যখন অস্বস্তিতে দিন কাটাচ্ছে তখন সবচেয়ে কষ্টে রয়েছেন খেটে খাওয়া মানুষ। এই গরমে রিকশাচালক ও পথচারীদের একটু স্বস্তি দিতে এগিয়ে এসেছে ‘ইনার হুইল ক্লাব অব উত্তরা।’

শনিবার শ্রমজীবী মানুষের মাঝে উত্তরার বিভিন্ন পয়েন্টে পানি, খাবার স্যালাইন, শরবত, শুকনো খাবার ও গামছা বিতরণ করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে।

এ কার্যক্রম পরিচালনা করেন ‘ইনার হুইল ক্লাব অব উত্তরা’র প্রেসিডেন্ট কাজি আসমা হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন ক্লাবটির সদস্য মরিয়ম বেগম, শরিফা কবীর, নাজমা হক এবং সাইমা মিমি।

পানি, শরবত, স্যালাইন ও গামছা পেয়ে রিকশাচালক সালাম মিয়া বলেন, ‘গরমে রিকশা চালাইতে খুব কষ্ট হয়। এ সময় এগুলো পেয়ে আমি খুব খুশি।’

পথচারী রিয়াজুল ইসলাম বলেন, ‘এমন আয়োজন খুবই ভালো কাজ। তাদের দেখাদেখি অন্যরাও যদি এভাবে একটু একটু করে এগিয়ে আসে তাহলে সকলেই খুশি।’

ইনার হুইল ক্লাব উত্তরার প্রেসিডেন্ট কাজী আসমা হক বলেন, ‘আমরা এমন কার্যক্রম এর আগেও করেছি, এখনও করছি আর ভবিষ্যতেও করব। এটা সম্পূর্ণই সামাজিক সেবার উদ্দেশ্যে। এই গরমে সবারই উচিৎ এগিয়ে আসা। এই কাজ করতে পেরে আমরা নিজেরাও খুব আনন্দিত।’

‘ইনার ক্লাব অব উত্তরা’ নারীদের একটি সংগঠন। ক্লাবের সদস্যরা নিজেদের হাত খরচ বাঁচিয়ে সেই অর্থে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন।