সারাদেশে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

ভোক্তাকণ্ঠ ডেস্ক: ‘নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী’ এমন প্রতিপাদ্যে সারাদেশে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে দিবসটির উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সারাদেশের প্রতিবেদন অনুযায়ী-

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসসাদিকজামানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা এতে সভাপতিত্ব করেন। 

রাঙামাটির কাপ্তাইয়ে বেলা ১১টার দিকে কিন্নরী সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে।

নওগাঁর পোরশা উপজেলা প্রশাসন আয়োজিত র‌্যালিতে নেতৃত্ব দেন ইউএনও সালমা আক্তার। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার।

নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য একটি র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকতেখারুল ইসলামসহ আরও অনেকে।

বগুড়ায় সকাল সাড়ে ১০টার দিকে বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। পরে বগুড়া জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীনেশ সরকার। জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন।

পাবনার সাঁথিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। 

দিনাজপুরের চিরিরবন্দরে বেলা ১১টার দিকে আয়োজিত র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খালিদ হাসান। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে সেমিনার অনুষ্ঠিত হয়।

দিনাজপুরের হিলিতে বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে বিভিন্ন হোটেল ও মুদি ব্যবসায়ীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নেত্রকোণার পূর্বধলায় দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স।