আরেফা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর ধানমন্ডিতে অনিয়মের অভিযোগে আরেফা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

ওইদিন ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা।

অভিযানে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক বিএসটিআই নিষিদ্ধ ঘোষিত স্ক্রীন ক্রীম পণ্য অবৈধ ভাবে বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে পূর্বালী শপিং কমপ্লেক্সের আরেফা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও, ওই মার্কেটের পণ্য বিচিত্রা, বাংলাদেশ অয়েল স্টোর, হাজী অয়েল মিলস, গাজী অয়েল মিলস ও কবির মসলা ঘরকে বিএসটিআই’র নিয়ম মেনে চলার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) এ এন এম ফরহাদ হোসেন।