চিরনিদ্রায় শায়িত প্রকৌশলী ইজাজুর রহমান

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য প্রকৌশলী ইজাজুর রহমান ইজাজের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বাদ যোহর পাবনার শালগাড়িয়া মালিগলি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা শেষে তার মরদেহ পাবনার আরিফপুর কবরস্থানে দাফন করা হয়।

এর আগে ক্যাবের পক্ষ থেকে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ক্যাব পাবনা জেলা শাখার সভাপতি এ বি এম ফজলুর রহমান।

মঙ্গলবার রাত ৯টা ৫৬ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

১৯২০ সালে পাবনার শালগাড়িয়ার বড়বাড়িতে জন্মগ্রহণ করেন ইজাজুর রহমান ইজাজ। তার বাবা হারান প্রামাণিকের আট সন্তানের মধ্য তিনি সর্বকনিষ্ঠ ছিলেন। শিক্ষাজীবন শুরু করেন শালগাড়িয়া মালিরগলি প্রাথমিক বিদ্যালয়ে। পরে পাবনা জেলা স্কুল হয়ে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পুরকৌশল বিভাগে ডিপ্লোমা পাশ করেন।

পাবনা জেলা স্কুল থেকে তিনি বামপন্থী ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। শিক্ষাজীবন শেষে তিনি কুষ্টিয়ায় গণপূর্ত অধিদপ্তরে যোগদান করেন। কর্মজীবনে তিনি যশোর, রাজবাড়ি, রাজশাহী ও ঢাকায় কর্মরত ছিলেন। বড় ছেলে মশিউর রহমান বাবলু অষ্ট্রিয়ায় একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা।

পৃথক শোক বার্তায় প্রকৌশলী ইজাজুর রহমান ইজাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ক্যাব কেন্দ্রীয় সভাপতি গোলাম রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমাযুন কবীর ভূঁইয়া, অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, ক্যাব পাবনা জেলা শাখার সভাপতি ও পাবনা প্রেস ক্লাব সভাপতি এ বি এম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম, পাবনা চেম্বারের পরিচালক ও পাবনা জেলা হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সাধরণ সম্পাদক সাজ্জাদ প্রামাণিক বাচ্চু।