অতিরিক্ত ভাড়া আদায়, ৭ পরিবহনকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায় ও হালনাগাদ নবায়ন না থাকায় সাত পরিবহনকে মোট ৩৯ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চৌমুহনী পৌর বাস টার্মিনালে এ অভিযান চালানো হয়।

পরিবহনগুলো হলো, হিমাচল, ইকেনো, উপকূল, সানি-জনি, মিয়ামী, লাল সবুজ, ও একুশে পরিবহন। তাদেরকে সাতটি মামলা দিয়ে ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাস ও আহসান হাফিজ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাস বলেন, ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগের পর অভিযান চালানো হয়। জনগণের ভোগান্তি কমাতে কাজ করছে জেলা প্রশাসন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় প্রসিকিউটর হিসেবে বিআরটিএ’র সহকারী মোটরযান পরিদর্শক আরিফুল ইসলাম ও নিরাপত্তায় একদল ব্যাটেলিয়ন আনসার সদস্য উপস্থিত ছিলেন।