৩ জেলার আলুর হিমাগার পরিদর্শন করবেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান বগুড়া, রংপুর ও নীলফামারী জেলায় অবস্থিত বিভিন্ন আলুর হিমাগার পরিদর্শন করবেন আগামী ১৯-২১ সেপ্টেম্বর।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভোক্তা অধিদপ্তর।

সে সময় জেলার হিমাগার মালিক সমিতির সদস্যসহ আলুর পাইকারি ও খুচরা বিক্রয়কারীদের অংশগ্রহণে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

১৯ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে বগুড়া জেলার কোল্ড স্টোরেজ পরিদর্শন এবং বিকেল ৩টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলু ব্যবসায়ী ও হিমাগার মালিক সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক।

২০ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে রংপুর জেলার কোল্ড স্টোরেজ পরিদর্শন এবং বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলু ব্যবসায়ী ও হিমাগার মালিক সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন তিনি।

২১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে নীলফামারী জেলার কোল্ড স্টোরেজ পরিদর্শন এবং সকাল ৯টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলু ব্যবসায়ী ও হিমাগার মালিক সমিতির সদস্যদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন এ এইচ এম সফিকুজ্জামান।

-এসআর