‘সংসদ সদস্যদের মূল কাজ হলো প্রশ্ন করা’

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: সংসদ সদস্যদের মূল কাজ হলো প্রশ্ন করা। তাদের প্রশ্ন ও আলোচনার মাধ্যমে সংসদ প্রাণবন্ত থাকে।

মঙ্গলবার রাতে ‘সংবিধান ও আইনের আলোকে সংসদ সদস্যের দায়দায়িত্ব’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন আইনবিদ ও সংবিধান বিষয়ক গবেষক এডভোকেট আরিফ খান।

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ডিজিটাল প্লাটফর্ম ‘ভোক্তাকণ্ঠ’ এ আলোচনা সভার আয়োজন করে।

সভায় সংসদ সদস্য কি? কারা সংসদ সদস্য হতে পারবেন? সংসদ সদস্য হতে গেলে কি কি যোগ্যতা থাকতে হবে? সংবিধান ও আইনের আলোকে সংসদ সদস্যের দায়দায়িত্ব বিষয়ে বিষদ আলোচনা করেন এডভোকেট আরিফ খান।

আলোচনা শেষে সভায় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

সভা সঞ্চালনা করেন ক্যাবের কো-অর্ডিনেটর (রিসার্চ) প্রকৌশলী শুভ কিবরিয়া।

ফাহমিদা নাজনীনের পরিচালনায় সভায় যুক্ত ছিলেন ক্যাবের প্রোজেক্ট কো-অর্ডিনেটর মারুফা আক্তারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।