দামী মোড়কে বিক্রি হচ্ছে ভেজাল সেমাই

দামী মোড়কে বিক্রি হচ্ছে ভেজাল সেমাই

নামিদামি প্রতিষ্ঠানের মোড়কে বাজারে বিক্রি হচ্ছে নকল সেমাই। এমনই দুটি কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া, নিউমার্কেট এলাকায় ওজনে কম দেয়ায় এক ফল বিক্রেতাকেও আর্থিক জরিমানা করা হয়েছে। রোজা আর ঈদে বেড়ে যায় সেমাইয়ের চাহিদা। আর এ সুযোগে মানহীন, নকল পণ্য বানাতে মাঠে নেমে পড়ে একদল অসাধু ব্যবসায়ী।নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বানানো হচ্ছে সেমাই। স্থান কামরাঙ্গীরচরের পশ্চিম আশরাফাবাদ এলাকায় অভিযান চালায়। বাইরে থেকে বোঝার উপায় নেই এটি একটি কারখানা। মরিচাপড়া…

বিস্তারিত