গমের ফলন বাম্পার হবার আশা

গমের ফলন বাম্পার হবার আশা

জাতীয়: আমদানিতে কিছুটা ঘাটতি থাকায় এখনো দেশের বাজারগুলোতে গমের দাম বেশ চড়া। অন্যদিকে কৃষকের মাঠে এখন দোল খাচ্ছে আধা-পাকা ফসলটি। আর কিছুদিনের মধ্যে পেকে গেলেই মাড়াই করা হবে। তাই কৃষকরা এবার গম বিক্রি করে ভালো মুনাফার আশা করছেন। গত বছরের থেকে এ বছর ফলন ভালো। এখন বাজারও বেশি। সবকিছু ঠিকঠাক থাকলে এ বছর গমে ভালো মুনাফা হবে।’ উৎপাদন বৃদ্ধির বিষয়ে একই ধরনের তথ্য দিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. রিয়াজ উদ্দিন। তিনি বলেন, ‘এ…

বিস্তারিত