মানচিহ্নের অবৈধ ব্যবহার, লাজ ফার্মার জরিমানা

মানচিহ্নের অবৈধ ব্যবহার, লাজ ফার্মার জরিমানা

মানসনদ বা ছাড়পত্র না থাকা এবং অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করায় রাজধানীর কলাবাগানে লাজ ফার্মার একটি শাখাকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন- বিএসটিআই। গত মঙ্গলবার এই অভিযান পরিচালনা করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিএসটিআই। এতে বলা হয়, ভ্রাম্যমাণ আদালত একনিঅনোমিকস ব্রান্ডের ‘৩৬০ ডিগ্রি’ বডি স্প্রেতে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার এবং সফট ড্রিংক পাউডার, মধু, চকলেট, বেবি পাউডার, বিস্কুট, চিপসসহ অন্যান্য পণ্যের গুণগত মানসনদ বা ছাড়পত্র না থাকায় এ জরিমানা করে।…

বিস্তারিত