যেভাবে আনসেন্ড করবেন জি-মেইল

ভোক্তাকণ্ঠ ডেস্ক: অফিসিয়াল কাজের পাশাপাশি ব্যক্তিগত ব্যবহারের জন্যও জি-মেইল বেশ জনপ্রিয় মাধ্যম। তবে ই-মেইল পাঠাতে গিয়ে অনেক সময় ভুল ফাইল বা ছবি পাঠিয়ে বিব্রতকর পরিস্থতিতে পড়তে হয়।

ভুলবশত কারো কাছে কোন মেইল চলে গেলে, আর কিছু করার থাকে না। তবে সম্প্রতি জি-মেইল নিয়ে এসেছে নতুন একটি ফিচার। এই ফিচারের মাধ্যমে ভুলবশত কোন মেইল পাঠিয়ে দেওয়া হলে তৎক্ষণাৎ সেটির স্ট্যাটাস পরিবর্তন করা যাবে। অর্থাৎ মেইলে পাঠিয়ে দিয়েও সেটি আনসেন্ড করা যাবে।

চলুন জেনে নেওয়া যাক উপায়-

– এ জন্য সবার প্রথমে জি-মেইল ওপেন করতে হবে।

– এরপর সেটিংস সেকশনের ডান দিকের ওপরে ‘সি অল সেটিংস’ (See All Settings) অপশন পাবেন। সেটিতে ক্লিক করুন।

– এখন নিজেদের পছন্দ অনুযায়ী বাতিল করার সময় বেছে নিন। ৫, ১০, ২০ অথবা ৩০ সেকেন্ড থেকে যেকোনো একটি অপশন বেছে নিতে হবে। এখানে যে সময় বেছে নেবেন, সেই সময়ের মধ্যেই প্রক্রিয়াটি করতে হবে। অর্থাৎ ভুল করে অন্য কাউকে মেইল পাঠিয়ে দিলে, বেছে নেওয়া সেই সময়ের মধ্যেই সেটি আনসেন্ড করতে হবে।

– এবার মেইল আনসেন্ড করতে যে মেইল পাঠিয়েছেন সেখানে দুটি অপশন পাবেন- আনডু এবং ভিউ মেসেজ।

– আনডু অপশনে ক্লিক করুন।

সূত্র: জেডডিনেট।