হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন শেয়ার

ভোক্তাকণ্ঠ ডেস্ক: হোয়াটসঅ্যাপে লাস্ট সিন, ভয়েস ও ভিডিও কলিংয়ের মতো নানা ফিচারের পাশাপাশি আরেকটি জনপ্রিয় ফিচার হলো নিজের কারেন্ট লোকেশন শেয়ার করা।

আপনি যেখানেই থাকুন না কেন প্রিয়জনকে নিজের লোকেশন শেয়ার করতে পারেন। বিশেষ করে নারীরা রাতে বাড়ি ফেরার সময় নিজের লোকেশন বাসার মানুষদের সঙ্গে শেয়ার করে রাখতে পারেন। জ্যামে আটকে গেলে নিজের অবস্থান জানিয়ে দিতে পারেন অফিসে।

জেনে নিন কীভাবে কাজটি করবেন-

– প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওপেন করুন।

– যাকে লোকেশন শেয়ার করতে চান তার চ্যাট ওপেন করুন।

– এবার ফাইল সংযোগ করার বাটন ক্লিক করে ‘লোকেশন’ সিলেক্ট করুন।

– সেখান থেকে ‘শেয়ার লাইভ লোকেশন’ অপশনটিকে বেছে নিন।

– আপনি সেই মুহূর্তে যে লোকেশনে আছেন সেটি শেয়ার হয়ে যাবে।

– নিজের ইচ্ছামতো সময়সীমাও বেছে নিতে পারবেন। সেই সময় পর্যন্ত আপনার লোকেশন জানতে পারবেন।

– চাইলেই নির্ধারিত সময়ের আগে লোকেশন শেয়ার করা বন্ধ করে দিতেও পারা যায়। সে জন্য ‘স্টপ শেয়ারিং’-এ ট্যাপ করলেই হয়ে যাবে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস