হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেও রিপোর্ট করা যাবে

ভোক্তাকণ্ঠ ডেস্ক: কারো স্ট্যাটাস পছন্দ না হলে হোয়াটসঅ্যাপে চাইলেই তাকে রিপোর্ট করতে পারবেন। হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের সুবিধার জন্য আসতে চলেছে জরুরি এই ফিচার। 

অনেক সময়েই আমাদের হোয়াটসঅ্যাপ কনট্যাক্ট লিস্টে থাকা মানুষের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস পছন্দ হয় না। অনেক ক্ষেত্রেই আপত্তিকর ছবি বা ভিডিও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে থাকেন অনেকেই।

তবে এখন থেকে এমনটা হলে আর সমস্যা নেই। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও রিপোর্ট করতে পারবেন। খুব শিগগির এই ফিচার হোয়াটসঅ্যাপে চালু হবে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েববিটাইনফোর প্রতিবেদনে এমনটাই জানা গেছে। 

হোয়াটসঅ্যাপের টার্ম অব সার্ভিস না মানলে সেই স্ট্যাটাসে রিপোর্ট করা যাবে। হোয়াটসঅ্যাপ চ্যাট অর্থাৎ মেসেজের ক্ষেত্রে এই নিয়ম চালু রয়েছে।

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের ক্ষেত্রে একটি রিপোর্ট বাটন পাওয়া যাবে। যদি কোন ব্যবহারকারী একটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে রিপোর্ট করেন তাহলে মডারেশন টিমের কাছে পৌঁছে যাবে কনটেন্ট। হোয়াটসঅ্যাপের মডারেশন টিম ওই স্টেটাস কনটেন্ট রিভিউ অর্থাৎ পর্যবেক্ষণ করে দেখবে যে সেখানে সমস্যাজনক কিছু রয়েছে কি না। তারপর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তবে এই ফিচার চালু হলে কোন ভাবেই এন্ড-টু-এন্ড এনক্রিপশন বিষয়টির লঙ্ঘন হবে না। অর্থাৎ সুরক্ষিত থাকবে ইউজারদের মেসেজ। তৃতীয় কোন ব্যক্তি হোয়াটসঅ্যাপে ইউজারদের মেসেজ, ভয়েস কল, মিডিয়া, লোকেশন শেয়ারিং, কল এবং স্ট্যাটাস আপডেট পাবেন না। সবকিছুই এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে একদম সুরক্ষিত থাকবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।