কাজিরহাট-আরিচায় ফেরিসংকটে ৪ শতাধিক যানবাহন আটকা পড়েছে

ভোক্তাকন্ঠ ডেস্ক: কাজিরহাট-আরিচা নৌরুটে বরাদ্দ চারটি ফেরির একটি নিয়ে যাওয়া হয়েছে অন্যঘাটে। আরেকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ২টি ফেরি দিয়ে ধীরগতিতে যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরিসংকটে এ রুটে যানবাহনকে পারাপারের জন্য ১৬-২০ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ৪ শতাধিক যানবাহন।

রোববার (২ জানুয়ারি ) দুপুরে পাবনার কাজিরহাট ফেরিঘাটের ব্যবস্থাপক মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বঙ্গবন্ধুর সেতুর দুপাশে মহাসড়কে যানজট লেগেই থাকে। সেইসঙ্গে ঘাটেও বেড়েছে যানবাহনের চাপ। চারটি ফেরির মধ্যে বড় দুটি ফেরি নেওয়া হয়েছে অন্যঘাটে। সেইসঙ্গে ছোট একটি ফেরি দেওয়া হয়। সব মিলিয়ে তিনটি ফেরি ঘাটে চলছিল।

একটি ফেরিতে গতকাল শনিবার সকালে যান্ত্রিক ক্রুটি দেখা দিয়েছে। সেটি মেরামতের জন্য আরিচাঘাটে পাঠানো হয়েছে। এত বড় রুটে মাত্র দুটি ফেরি দিয়ে যানবাহন পারাপার সম্ভব নয়। বিষয়টি স্থানীয় এমপি মহোদয়কে জানিয়েছি। দীর্ঘমেয়াদি কোনো সমাধান পাচ্ছি না বলে জানান তিনি।

তিনি আরও জানান, এই রুট এখন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বঙ্গবন্ধু সেতু দিয়ে দীর্ঘ যানজটের কারণে পাবনাসহ উত্তরাঞ্চলের জেলাগুলোর মানুষ এ নদীপথকে বেছে নিয়েছেন। ফলে নৌপথে হঠাৎ যাত্রী এবং যানবাহনের চাপ বাড়লেও ফেরি বাড়ানো হচ্ছে না।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, আজ সকালে কপোতি ফেরিতে যান্ত্রিক ক্রটি দেখা দিলে সেটি মেরামতের জন্য আরিচাঘাটে পাঠানো হয়েছে। বর্তমানে ফেরি কদম ও ক্যামেলিয়া নামে দুটি ছোট ফেরি চলাচল করছে।

কাজিরহাট ঘাটের ব্যবস্থাপক মাহাবুবুর রহমান বলেন, নানা সমস্যায় জর্জরিত এই ঘাট। প্রথমত ফেরিসংকট। তারপরও যেসব ফেরি এখানে দেওয়া হয়েছে সব পুরোনো ও ক্রটিযুক্ত। প্রায়ই ফেরিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। গত পাঁচ দিন পরিবহনগুলো অনায়াসে পারাপার হয়েছে। হঠাৎ করে একটি ফেরিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় যানজটের সৃষ্টি হচ্ছে।