চট্টগ্রামে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবিতে বিক্ষোভ

চট্টগ্রাম প্রতিনিধি:

গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবিতে চট্টগ্রামে আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে। ফলে সড়ক যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ১টার দিকে নগরের দুই নম্বর গেট এলাকায় তারা বিক্ষোভ করে।

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবিতে আমরা আন্দোলন করছি। এই আন্দোলনে ছাত্রফ্রন্টসহ কয়েকটি বাম ছাত্র সংগঠন যুক্ত হয়। আমরা মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। যে কোনও দাবি নিয়ে আন্দোলন করা আমাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করে এবং সাইফুর রুদ্র, মিরাজ উদ্দিনসহ কয়েকজনকে আটক করে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) আরাফাতুল ইসলাম বলেন, রাস্তা অবরোধ করে তারা আন্দোলন করছিল। পুলিশ সেখান থেকে তাদের সরিয়ে দেয়। তাদের আন্দোলনের কারণে যান চলাচলে বাধা সৃষ্টি হয়। তাই তাদের রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করা হয়। এসময় কাউকে আটক করা হয়নি।