চাঁদপুর নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

ভোক্তাকণ্ঠ ডেস্ক: প্রায় ৬০ ঘণ্টা পর চাঁদপুরের সব নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। সোমবার সকাল ৯টা ১৫ মিনিট থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন চাঁদপুর নদী বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।

এর আগে বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার কারণে আবহাওয়া অধিদপ্তর চাঁদপুরে ৮ নম্বর মহাবিপদ সংকেত জারি করে। আর ঘূর্ণিঝড়ের প্রভাবে নৌ-পথের দুর্ঘটনা এড়াতে গত ১২ মে রাত ১০টা থেকে চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, ভোলা, মুন্সিগঞ্জ, শরিয়তপুর, লক্ষ্মীপুরসহ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ করে বিআইডব্লিইটিএ।

চাঁদপুর নদী বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের উপকূল অতিক্রম করে যাওয়ায় বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যানের নির্দেশে প্রায় ৬০ ঘণ্টা পর ঢাকা-চাঁদপুর, চাঁদপুর-নারায়ণগঞ্জ, ঢাকা-চাঁদপুর ভায়া শরিয়তপুর নৌ পথের লঞ্চ চলাচল পুনরায় শুরু করা হয়েছে।

Related posts:

বিমানবন্দর সড়কে যান চলাচল সীমিত থাকবে ১২ মে
ঢাকার ভেতরে যেসব বাসের কাউন্টার থাকবে না
বাস ভাড়া সমন্বয়ে পরিবহন নেতাদের সঙ্গে বৈঠকে বিআরটিএ
বিমানের গুয়াংজুর তৃতীয় ফ্লাইটের টিকিট বিক্রি শুরু ১২ সেপ্টেম্বর
লঞ্চে আগুন ও হতাহতের ঘটনা তদন্তে আরও ৫ দিন সময় চাইলো কমিটি
অভিযোগ করার সুযোগ রেখে ই-টিকেটিং চায় যাত্রী কল্যাণ সমিতি
প্রতি কিলোমিটারে বাসভাড়া কমছে ৩ পয়সা
জাজিরা-মাওয়া রুটে লঞ্চ-স্পিড বোট চলা নিয়ে সংশয়, বিকল্প আয়ের চিন্তা 
সিরাজগঞ্জ মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা
যাত্রী দুর্ভোগ ও সেবা না বাড়িয়ে ভাড়া বৃদ্ধি গ্রহণযোগ্য নয়: ক্যাব চট্টগ্রাম