বাগেরহাটে পরিবহন ধর্মঘট

ভোক্তাকণ্ঠ ডেস্ক: মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য বাগেরহাট থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। 

শুক্রবার সকাল ৬টা থেকে কোনও বাস গন্তব্যে ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বাগেরহাট আন্তজেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন যৌথ ভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।

বাগেরহাট বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, অধিকাংশ পরিবহনের কাউন্টার বন্ধ। বাগেরহাট থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের কোনও বাস ছেড়ে যাচ্ছে না। এমনকি কোনও বাস আসছেও না। যাত্রীরা বাস না পেয়ে ভোগান্তিতে পড়েছেন।

বেলাল হোসেন নামে এক যাত্রী বলেন, ‌‘খুলনায় আমার এক আত্মীয় হাসপাতালে ভর্তি রয়েছেন। তাকে দেখার জন্য সকালে বাসস্ট্যান্ডে এসে দেখি, কোনও বাস চলছে না। এখন কীভাবে খুলনায় যাব বুঝতে পারছি না।’

বাগেরহাট আন্তজেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব তালুকদার আব্দুল বাকি জানান, মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচলের প্রতিবাদে মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে আজ সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

গত ১৮ অক্টোবর (মঙ্গলবার) রাতে খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন যৌথ ভাবে দুই দিন বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।