বিআরটিএর অভিযানে ৮৪ বাসকে তিন লাখের বেশি জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা অপরাধে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের ১৫টি স্পটে ৮৪টি বাসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ লাখের বেশি টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

রোববার (৪ সেপ্টেম্বর) বিআরটিএর উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ১৫টি স্পটে বিআরটিএর ১০টি ভ্রাম্যমাণ আদালত ৬৩টি বাসের বিপরীতে ৮৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া রুট ভায়েলেশন, ওয়েবিল, হাইড্রোলিক হর্ন, ফিটনেস বিহীন ও অন্যান্য অপরাধের দায়ে ৬৩টি বাসের বিপরীতে ৬৩টি মামলায় ২ লাখ ২৬ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া রুট পারমিট না থাকায় ২টি বাসকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়।

বিআরটিএর চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আজিজুল ইসলাম, উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তদারকি করেন। অভিযানকালে বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।