রাজশাহী থেকে রংপুরে বাস চলাচল বন্ধ

ভোক্তাকণ্ঠ ডেস্ক: রাজশাহী থেকে রংপুরগামী সব ধরনের বাস চলাচল দুই দিন বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। রাজশাহীর পরিবহন নেতারা এ সিদ্ধান্ত নিয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী থেকে রংপুরের উদ্দেশ্যে সর্বশেষ বাসটি ছেড়ে গেছে।

শুক্রবার ও শনিবার আর কোন বাস ছাড়বে না বলে জানিয়েছেন রাজশাহীর পরিবহন নেতারা।

তবে বিএনপির নেতাকর্মীরা বলছেন, শনিবার রংপুরে বিএনপির বিভাগীয় মহাসমাবেশকে কেন্দ্র করেই পরিবহন বন্ধ করা হয়েছে।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল হক জানান, বৃহস্পতিবার রাতে রাজশাহী থেকে রংপুরগামী সব বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধসহ বিভিন্ন দাবিতে তাদের এই ধর্মঘট।

তিনি আরও বলেন, রংপুরে অভ্যন্তরীণ কারণে দুই দিনের পরিবহণ ধর্মঘট ডাকা হয়েছে। সেখানে কোন বাস চলবে না। অন্য কোন জেলা থেকেও রংপুরে কোন বাস প্রবেশ করবে না। রংপুর বাস মালিকদের পক্ষ থেকে তাদেরও রংপুরে বাস না পাঠানোর জন্য বলেছেন। এ কারণে তারা বাস চলাচল দুই দিন বন্ধ রেখেছেন।