রেললাইনে গাছ পড়ে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ

ভোক্তাকণ্ঠ ডেস্ক: মৌলভীবাজারে কমলগঞ্জের লাউয়াছড়ায় ঝড়ে রেললাইনের ওপর গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার পর থেকে সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

স্থানীয়রা জানান, বিকেলে লাউয়াছড়া এলাকায় ঘণ্টাখানেক ঝড়-বৃষ্টি হয়। ওই সময় বনের মাঝে রেললাইনের ওপর গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন ট্রেনের যাত্রীরা। 

শমসেরনগর রেলওয়ে স্টেশনের মাস্টার উত্তম কুমার বলেন, ঝড়ে সিলেট-শ্রীমঙ্গলের মাঝে রেললাইনের ওপর কয়েকটি গাছ ভেঙে পড়ে। এতে বিকেল থেকে সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

তিনি জানান, শ্রীমঙ্গল স্টেশনে পাহাড়িকা এক্সপ্রেস ও একটু দূরে সাতগাঁও স্টেশনে কালনী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এগুলো সিলেটগামী ট্রেন। 

উত্তম কুমার বলেন, গাছ অপসারণের কাজ চলছে। শিগগিরই ট্রেন চলাচল স্বাভাবিক হবে। উদ্ধারকারী টিম বনের ভেতরে রয়েছে। নেটওয়ার্ক সমস্যার কারণে তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।