সাত কলেজে অনার্সে ভর্তির সময় বাড়ানো হয়েছে

ভোক্তাকণ্ঠ ডেস্ক: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষে ভর্তির সময় দুইদিন বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ও সরকারি সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য।

তিনি বলেন, সাত কলেজের বিষয় ও ভর্তি কার্যক্রমের আজ শেষ দিন ছিল। আজকের মধ্যেই মনোনীত কলেজে সশরীরে উপস্থিত হয়ে সকল শিক্ষার্থীকে ভর্তি প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছিল। তবে গত দুইদিনের প্রাকৃতিক দুর্যোগ বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের জন্য দুইদিন সময় বাড়ানো হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা ২৭ অক্টোবর পর্যন্ত ভর্তি কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।

গত ১২ আগস্ট সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা, ১৯ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা এবং ২৬ আগস্ট বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

Related posts:

১২ বছরের ঊর্ধ্বে শিক্ষার্থীদের করোনার একডোজ টিকা দেয়ার জন্য কাজ করছি: শিক্ষামন্ত্রী
হল না ছাড়ার ঘোষণা শাবিপ্রবি শিক্ষার্থীদের, ক্যাম্পাসে বিক্ষোভ
রমজানে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত
 বই বিতরণ শুরু, নেই উৎসবের ছটা
নিউ হরাইজন আইটি সেন্টারের বিরুদ্ধে অর্থ জালিয়াতির অভিযোগ
নিরাপত্তার অযুহাত,  স্কলারশিপ থেকে  বাংলাদেশকে বাদ দিলো যুক্তরাষ্ট্র
চট্টগ্রাম বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৫৪ হাজার জন
কর্মমুখী শিক্ষা নিশ্চিতে কারিকুলাম পরিবর্তন করতে চাই: শিক্ষামন্ত্রী
এসএসসি-এইচএসসি পরীক্ষা পদ্ধতি নিয়ে ভাবছেন শিক্ষামন্ত্রী
এইচএসসিতে ফের রেজিস্ট্রেশন শুরু