ক্যাবের উদ্যোগে দিনাজপুর সরকারি কলেজে জ্বালানী বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

ভোক্তাকন্ঠ রিপোর্ট: ‘জ্বালানি রূপান্তর নীতি-জ্বালানি সনদ চুক্তি-পরিবেশ সুরক্ষা-ভোক্তা অধিকার’ বিষয়ে দিনাজপুর সরকারি কলেজে এক সংলাপ অনুষ্ঠিত।

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব)-এর উদ্যোগে শুক্রবার (২৬ আগষ্ট ২০২২) বিকাল ৪.০০ টা হতে বিকাল ৬.৩০টা দিনাজপুর সরকারি কলেজের বিএনসিসি ভবনে শিক্ষার্থীদের সঙ্গে এ সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সংলাপে মুখ্য আলোচক প্রকৌশলী শুভ কিবরিয়া ক্যাব প্রস্তাবিত বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি-২০২২ ও জ্বালানি সনদ চুক্তি বিষয়ে আলোকপাত করেন। জ্বালানি রূপান্তর নীতির বাস্তবায়নে জ্বালানি সনদ চুক্তি কেন বড় বাধা সে বিষয়ে বিস্তারিত ব্যখ্যা দেন।

ক্যাবের উদ্যোগে দিনাজপুর সরকারি কলেজে জ্বালানী বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

এ অনুষ্ঠানে জ্বালানি সনদ চুক্তি বিষয়ে বিষদ আলোচনা করেন দিনাজপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মনীষ বাবু। জ্বালানি রূপান্তর নীতির আলোকে পরিবেশ সুরক্ষা বিষয়ে আলোচনা করেন ক্যাবের ভোক্তা অভিযোগ নিস্পত্তি জাতীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাতা মো. আলমগীর কবির।

৪০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে এ আলোচনা অনুষ্ঠানে ভোক্তার অধিকার, জ্বালানি রূপান্তর, জ্বালানি সনদ চুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশ সুরক্ষা ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের নানা কৌতুহলী প্রশ্নেরও উত্তর দেয়া হয়। আলোচনা শেষে ‘ স্টুডেন্টস এনার্জি ট্রনিজিশন ফোরাম’ স্থানীয় শাখা গঠনের বিষয়ে প্রাথমিক আলোচনা করা হয়। এ আলোচনা অনুষ্ঠানে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ০৮ জন শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।