৩৩৬ বা‌সে জ‌রিমানা ৩ লাখ ৫৮ হাজার টাকা

বা‌সে বাড়‌তি ভাড়া আদায় ব‌ন্ধে বাংলাদেশ সড়ক প‌রিবহন কর্তৃপ‌ক্ষের (‌বিআর‌টিএ) ভ্রাম‌্যমাণ আদাল‌তের অভিযান অব‌্যাহত র‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার ঢাকা ও চট্টগ্রা‌মে বিআরটিএর ১০ ভ্রাম‌্যমাণ আদালত ৩৩৬ বাসকে তিন লাখ ৫৮ হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছেন।

বিআর‌টিএর সংবাদ স‌ংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হ‌য়ে‌ছে, ২৮৭‌টি ডি‌জেলচা‌লিত এবং ৪৯‌টি সিএন‌জিচা‌লিত বাস‌কে জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। বিআর‌টিএর প‌রিচালক ( এন‌ফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম জা‌নি‌য়ে‌ছেন, বাড়‌তি ভাড়া আদায় করায় এসব বাস‌কে জ‌রিমানা করা হ‌য়। অল্পসংখ্যক বাস‌কে জ‌রিমানা করা হ‌য়ে‌ছে কাগজ হালনাগাদ ও ফিট‌নেস না থাকায়।

সড়ক প‌রিবহন স‌চিব নজরুল ইসলাম, বিআর‌টিএ চেয়ারম‌্যান নুর মোহাম্মদ মজুমদার ও সরওয়ার আলম পৃথক পৃথক স্থা‌নে ব‌াড়‌তি ভাড়াবি‌রোধী অভিযান প‌রিদর্শন ক‌রেন। বাড়‌তি ভাড়া ব‌ন্ধে বাস মা‌লিক‌দের ১১টি টিম রাজধানীর বি‌ভিন্ন প‌য়ে‌ন্টে ছিল।