ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

ভোক্তাকণ্ঠ ডেস্ক: ঘন কুয়াশায় বন্ধ হয়ে গেছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল। কুয়াশার কারণে তীড়ে ভিড়তে না পেরে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকে আছে দুটি ফেরি।

বুধবার রাত ৯টা ১০ মিনিটের দিকে এই রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানান, সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশা পড়তে থাকে। রাত ৯টা ১০ মিনিটের দিকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সে সময় তীরে ভিড়তে না পেরে শাহ পরান ও কেরামত আলী নামের দুটি বড় ফেরি অল্প কিছু যানবাহন নিয়ে মাঝ নদীতে নোঙর করে থাকে। পাটুরিয়ায় আটটি ও দৌলতদিয়া প্রান্তে চারটি ফেরি নোঙর করে আছে।

তিনি আরও জানান, কুয়াশা ভেদ করে চলাচল করতে না পারায় ফেরিগুলোকে নোঙর করে রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলেই ফেরি চলাচল স্বাভাবিক হবে। তবে দুই প্রান্তেই অল্প কিছু ট্রাক পাড়ের অপেক্ষায় রয়েছে। কোনো যাত্রী ভোগান্তি নেই।