শনিবার থেকে রাজধানীতে বসবে পশুর হাট

১৭ জুলাই থেকে রাজধানীতে কোরবানি পশুর হাট বসবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।

করোনার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার ডিএসসিসিতে হাট বসবে মাত্র ১০টি। পাশাপাশি একটি ডিজিটাল হাট বসানোর প্রচেষ্টা চালাচ্ছে ডিএসসিসি। কোরবানি পশুর হাট আগামী ২১ জুলাই পর্যন্ত চলবে।

পশুর হাটগুলো ঈদ-উল-আজহা’র দিনসহ মোট ৫ দিন এসব হাটে পশু কেনাবেচা করা যাবে। হাটগুলোতে স্বাস্থ্যবিধি পরিপালনসহ অন্যান্য শর্তাবলী সাপেক্ষে অস্থায়ী ১০ পশুর হাট ইজারাপ্রাপ্তদের সঙ্গে চুক্তি সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি বিভাগ কর্পোরেশন এলাকায় ১৩টি অস্থায়ী পশুর হাটের ৩ পর্যায়ে দরপত্রের আহ্বান জানিয়ে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের দরপত্র শেষে ১০টি অস্থায়ী পশুর হাটের ইজারা প্রদান করা হয়। করোনা পরিস্থিতি বিবেচনায় তৃতীয় পর্যায়ের দরপত্র শেষে আর কোন পশুর হাট ইজারা না দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। পরে গত শুক্রবার মহামারি পরিস্থিতির কারণে ৩টি পশুর হাট বাতিল ঘোষণা করে ডিএসসিসি।