দক্ষিণ আফ্রিকায় বন্যায় ৩৯৫ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ আফ্রিকার পূর্ব-উপকূলীয় একটি প্রদেশে ভয়াবহ বন্যায় অন্তত ৩৯৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজদের সন্ধানে কাজ করছেন উদ্ধারকারীরা।

শুক্রবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আঞ্চলিক প্রধান সাইফো হ্লোমুকার বরাতে এ খবর জানিয়েছে এএফপি। তিনি বলেন, দুঃখজনকভাবে প্রাণহানি বাড়ছে। সর্বশেষ ৩৯৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নজিরহীন এ বন্যায় অন্তত ৪১ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। কোয়াজুলু-নাটাল প্রদেশে অন্তত ৫৫ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজদের উদ্ধারে জোরালো অভিযান চালাচ্ছেন উদ্ধারকারীরা।

গত সোমবার থেকে ওই অঞ্চলে টানা বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় সড়ক ও সেতু ভেসে গেছে। শহরের অনেক বাসিন্দা পানি ও বিদ্যুৎবিহীন রয়েছেন। সহযোগিতা নিয়ে তাদের কাছে পৌঁছাতে উদ্ধারকারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

দক্ষিণ আফ্রিকার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলে সামুদ্রিক আবহাওয়ার নানা প্রভাব রয়েছে। বিভিন্ন সময় সেখানে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। এতে বৈশ্বিক উষ্ণায়নকে দায়ী করে থাকেন বিজ্ঞানীরা। তারা বলছেন, এ কারণেই সে অঞ্চলে আবহাওয়া পরিস্থিতির অবনতি হচ্ছে।